বর্তমানে আউটসোর্সিং মার্কেট প্লেসগুলোতে বাংলাদেশের অবস্থান প্রথমদিকে

বর্তমানে আউটসোর্সিং মার্কেট প্লেসগুলোতে বাংলাদেশের অবস্থান প্রথমদিকে। বাংলাদেশি তরুণ-তরুণীরা যেমন ঘরে বসে লাখ টাকা আয় করছেন তেমনি বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু নির্দিষ্ট গাইড লাইন বা পথ না জানা থাকার কারনে আমাদের দেশের অনেকেই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে পারছে না। আর এই সমস্যার কথা মাথায় রেখেই জিএস টেকনোলজী লিঃ এর আইটি ট্রেনিং এ “ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং” কোর্স সাজানো হয়েছে। ফলে “ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং” কোর্সে অংশগ্রহন করে যে কেউ অনলাইনে উন্নতমানের ক্যারিয়ার গড়তে পারেন।

আপনার অবসর ও মূল্যবান সময়কে কাজে লাগিয়ে মাসে নূন্যতম ২০০/৬০০ ডলার হতে আপনার যোগ্যতা ও পরিশ্রম এর ফলে তার চেয়েও আরও অনেক বেশী আয় করা সম্ভব। বাংলাদেশের হাজার হাজার মানুষ এখন আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং দিয়ে নিজেদের জীবনে নিয়ে এসেছে স্বচ্ছলতা। আয় শুরু করতে আপনার দরকার হবে একটি ইন্টারনেটযুক্ত কম্পিউটার। তবে আসুন আর দেরি না করে, আমরা যারা বিভিন্ন পরীক্ষা দিয়ে বসে আছি-হাতে সময় আছে, পার্টটাইম কিছু ইনকাম করতে চাচ্ছি, ভাল চাকুরী পাচ্ছিনা বা অবসরকালীন জীবন-যাপন করছি, তারা প্রফেশনাল আইটি ট্রেনিং নিই।

আসুন জেনে নিই আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং কি ?

বর্তমান সময়ে তরুনদের কাছে সবচাইতে আলোচিত দুটি শব্দ হচ্ছে আউটসোসিং ও ফ্রিল্যান্সিং। আউটসোর্সিং হল একটি প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে বাইরের কোন প্রতিষ্ঠানের বা ব্যক্তির সাহায্যে করিয়ে নেয়া। এই কাজ হতে পারে কোনো প্রকল্পের অংশ বিশেষ অথবা সমগ্র ।এর সূচনা হয়, বৃটিশ কোম্পানীগুলো যখন ছোটখাটো ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো খরচ কমানোর জন্য বাইরের সংস্থাগুলোকে দিতে থাকে। কোম্পানি গুলো খরচ কমানোর জন্য আউটসোর্সিং করে নেয়। বর্তমানে আউটসোর্সিং হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের তৃতীয় ক্ষেত্র। ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের একটা বিশাল বাজার। এক কথায় বলা যায় যে, অন্য কোন দেশের বা অন্য কারো কাজ বাড়িতে বসে ইন্টারনেট এর মাধ্যমে করাই হচ্ছে আউটসোর্সিং।

ফ্রিল্যান্সিং হলো “মুক্ত পেশা” – অর্থাৎ, আপনি কোন প্রতিষ্ঠানের সাথে দায়বদ্ধ না থেকে কাজ করবেন। খুবই সাধারণ উদাহরণ দেওয়া যায়: কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি যারা কন্ট্রাক ভিত্তিতে কাজ করে। তারাও কিন্তু, ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং হচ্ছে যখন কোন ব্যক্তি কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ না করে চুক্তিভিক্তিক বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাজ করে থাকেন। একজন ফ্রিল্যান্সারের যে রকম কাজ জানা রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা তেমনি রয়েছে। যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা। অফিস সময়ের মধ্যে স্বীমাবন্ধ নয়। অন্যদিকে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি ঘরে বসে নিজের পড়ালেখা বা অন্য পেশার ফাঁকেফাঁকে আউটসোর্সিং করে বাড়তি টাকা আয় করতে পারছেন।

তথ্যের জন্য কল করুনঃ +88 09613 829000, +88 01975 309001

সরাসরি যোগাযোগের ঠিকানাঃ ১৬১, শেখ আহম্মদ টাওয়ার (৪র্থ তলা), {ফেনী চক্ষু হাসপাতালের উপরে}, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।

আমাদের ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/gstechltd
আমাদের ওয়েব সাইটঃ https://training.gstech-bd.com/

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *